করোনাভাইরাস: বড়পুকুরিয়ায় পাঁচ চীনা কর্মী পর্যবেক্ষণে

  © ইন্টারনেট

চীন থেকে আসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাঁচ কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্প্রতি চীন থেকে তারা বাংলাদেশে আসে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক পদক্ষেপ  হিসেবে তাদেরকে কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব আমজাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনে ৩০০ চীনা নাগরিক বিভিন্ন পদে কর্মরত রয়েছেন।

খনিতে নিয়োজিত চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে তারা কর্মরত। তাদের মধ্যে কয়েকজন ছুটি কাটাতে চীনে গিয়েছিলেন।

সম্প্রতি পাঁচ কর্মী চীন থেকে বড়পুকুরিয়ায় ফিরে আসেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়। তবে কবে নাগাদ তাদের কাজে যোগদান করতে দেওয়া হবে সে সম্পর্কে কোনোকিছু জানা যায়নি।


সর্বশেষ সংবাদ