আবারও হাসপাতালে ওবায়দুল কাদের
ফের হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয় তারা।
পরে প্রাথমিক চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যান তিনি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারি আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, ঠাণ্ডাজনিত কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে গিয়েছেন তিনি।
ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর মূলতবি বৈঠক ছিল। এতে ওবায়দুল কাদেরের সভাপতিত্ব করার কথা থাকলেওতার শারীরিক অসুস্থার কারণে বাতিল করা হয় বৈঠক।
এর আগে গত বছরের ৩ মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে।
পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। পরে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় মাসখানেক চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান সেতুমন্ত্রী।