৩০ জানুয়ারি ২০২০, ১৯:৩৮

দেশব্যাপী বিদ্যাদেবীর আশীর্বাদ নিল শিক্ষার্থীরা

  © ফাইল ফটো

সারা দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। মঙ্গলযজ্ঞ, আরতি আর পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়েছে সরস্বতী পূজায় বাণী অর্চনার এ আনুষ্ঠানিকতা। ভোর থেকেই বিদ্যা নিকেতনগুলোতে সমবেত হন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা। বিদ্যাদেবীর আশীর্বাদে সব জরা জীর্ণতা পেরিয়ে জ্ঞানে পরিপূর্ণ হবে হৃদয় এমনটাই বিশ্বাস তাদের।

উলুধ্বনি আর ঘণ্টা বাজিয়ে বিদ্যা দেবীর পূজা হয় রাজশাহীতে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ও মন্দিরের মণ্ডপে ভিড় করেন দর্শনার্থীরা। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

বরিশালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয় সরস্বতী পূজা। বিদ্যা অর্জনের জন্য প্রার্থনা করেন ভক্তরা।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন মন্দির ও মণ্ডপে জড়ো হন সনাতন ধর্মের অনুসারীরা। এ সময় ফল-ফলাদির নৈবেদ্য সাজিয়ে বিদ্যার দেবী সরস্বতীকে নিবেদন করা হয়।

মন্ত্রপাঠের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় পূজা। এতে অংশ নিয়ে শিক্ষাজীবনের কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

ঢাকের আওয়াজ আর উলুধ্বনিতে মুখর ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সরস্বতী পূজামণ্ডপ।

এছাড়া সিলেট, ফেনী, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে বাণী অর্চনা এবং অঞ্জলিতে সরস্বতী পূজা হয়। আয়োজনকে ঘিরে ভিড় করেন নানা বয়সী মানুষ।