১৯ জানুয়ারি ২০২০, ২১:২৩
সিটি নির্বাচন গ্রহণযোগ্য করতে চায় ইসি: কমিশনার রফিকুল
প্রার্থীদের নিয়ন্ত্রণ নয়, বরং সহায়তা করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকা সিটিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় ইসি। এক্ষেত্রে পুলিশ এবং র্যাবের অবহেলা থাকলে তা কোনোভাবেই সম্ভব নয়।
রোববার (১৯ জানুয়ার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আসলে নির্বাচন কমিশনের পক্ষে কোনোদিনই গ্রহণযোগ্য আইনানুগ নির্বাচন করা সম্ভব না যদি আপনারা অবহেলা করেন। যদি এটি বাস্তবায়ন করতে যেয়ে অন্যভাবে বাস্তবায়ন করেন আমরা কি করতে পারি। সেক্ষেত্রে আপনাদের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করতে পারি।