কোরআন তিলাওয়াত সম্মেলন ২৪ জানুয়ারি, আসছেন মিসর-ইরান-তুরস্কের ক্বারীরা
আগামী ২৪ জানুয়ারি ‘২০তম ইক্বরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ-২০২০’ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা)’ আয়োজনে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ বছর জর্ডানের শাইখ সামিহ আল-আসামেনাহ, মিসরের শাইখ আদিল আল-বায, ইরানের ক্বারী কারিম মানসুরি, মরক্কোর শাইখ আহমাদ আল-খালদি, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারি ওয়ান আইনুদ্দিন হিলমি এবং থাইল্যান্ডের ক্বারি মুয়াজ মুস্তফা সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ইকরার বর্তমান সভাপতি ও বর্তমান বিশ্বের সুপ্রসিদ্ধ ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। এতে নারীদের জন্য নামাজঘরে বসে কিরাত শোনার ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, উপমহাদেশে ১৯৬৬ সালে মিসরের শাইখ মুস্তফা ইসমাইল (রহ.), শাইখ মাহমুদ খলিল আল হুসরি (রহ.), শাইখ আব্দুল বাসিত (রহ.), বাংলাদেশের ইমামুল কুররা ক্বারি মো. ইউসুফ (রহ.), পাকিস্তানের ক্বারি যাহের কাসেমি (রহ.) প্রমুখ বিশ্ববিখ্যাত ক্বারিদের হাত ধরে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন শুরু হয়।
১৯৯০ সালে বাংলাদেশের সাবেক প্রধান ক্বারি, ইমামুল কুররা মাওলানা মুহাম্মদ ইউসুফ (রহ.) কর্তৃক আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ‘ইকরা’ গত ২৯ বছরে ১৯ বার আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে।