স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক উৎসব শুরু

  © ফাইল ফটো

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বই বিতরণের কাজ উদ্বোধনও করেছেন। আজ বুধবার বছরের প্রথম দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপন শুরু হয়েছে পাঠ্যপুস্তক উৎসব। খালি হাতে বিদ্যালয়ে গিয়ে নতুন বই নিয়ে বাড়ি ফিরবে শিক্ষার্থীরা।

উৎসব উদযাপনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় উৎসব হবে রাজধানীর সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে। এ উৎসব উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আর একই সময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে এই উৎসব। প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। উৎসবে থাকবে ঢাকা মহানগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই ছাপানো হয়েছে।

এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫টি বই এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই বিনামূল্যে বিতরণ করা হবে। 


সর্বশেষ সংবাদ