মায়ের চোখের সামনে ট্রাকচাপায় পিষ্ট শিশু

  © সংগৃহীত

সন্তানের পরীক্ষা শেষ। তাই তাদের নিয়ে বাবার বাড়ি যাচ্ছিলেন মা। কিন্তু নানার বাড়িতে আর যাওয়া হল না ছোট্ট শিশু আজিজের। ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে মারা যান আজিজ। মা রুপা খাতুনের চোখের সামনেই পিষ্ঠ হয় আজিজ। বৃহস্পতিবার দুপুর ১২টায় পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়ার বনগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

চোখের সামনে ছেলের এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না তার মা রুপা খাতুন। তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। নিহত আজিজুল সাঁথিয়া উপজেলার ইসলামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে আজিজুল ও তার ছোট ভাইকে নিয়ে তার মা গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। তারা একটি ভ্যানগাড়িযোগে বনগ্রাম বাজারে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পাবনাগামী একটি ট্রাক এসে তাদের ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে শিশু আজিজুল পড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। তারা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধও করে রাখেন। কিন্তু ঘাতক ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাকে ও তার গাড়িকে আটক করা যায়নি।

এ বিষয়ে মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, তারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। ঘাতক ট্রাকের সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ