২০ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবির

চিকিৎসা সেবার উদ্বোধন  © টিডিসি ফটো

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বনশ্রীতে হিকমাহ আই হাসপাতালের উদ্যোগে তিন শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। দিনব্যাপী চলা ফ্রি আই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি অসচ্ছল গরিব রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ ও চশমা দেয়া হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বনশ্রী এলাকার মনপুরা স্কুল এ্যান্ড কলেজ মাঠে শিক্ষাবিদ গ্রুপের চেয়ারম্যান ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় হিকমাহ আই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আরিফুর রহমান আকঞ্জি, হাসপাতালের কন্টাক্টলেন্স ও লো-ভিশন বিশেষজ্ঞ সাজ্জাদ হোসেন সহ ১২ জন চক্ষু বিশেষজ্ঞ রোগীদেরকে সেবা প্রদান করেন।

দিনব্যাপী চলা চক্ষু শিবিরে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন ধরনের চোখের সমস্যা চিহ্নিত করে চিকিৎসা ও পরামর্শ দেন। পাশাপাশি অস্বচ্ছল গরিব রোগীদের মধ্যে বিনামূল্যে চোখের ড্রপ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

চক্ষু শিবির সম্পর্কে হিকমাহ হাসপাতালের উপ-ব্যবস্থাপক এম এইচ কাউছার শিশির বলেন, দেশে চোখের ছানি, ডায়াবেটিস জনিত অন্ধত্ব, চোখে পর্দা পরা, চোখ ট্যারা ও চোখে অ্যালার্জিসহ অন্তত দেড় কোটি মানুষ নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। এসব রোগীদের শতভাগ সঠিক চিকিৎসা দেওয়ার লক্ষ্য নিয়েই হাসপাতালটির যাত্রা। এই হাসপাতালে আসা কোনো রোগীরই যেন অর্থাভাবে চিকিৎসা ব্যহত না হয় সে লক্ষ্যে কাজ করছে। তারই অংশ হিসেবে আজকের এই বিনামূল্যের চক্ষু শিবির। তাছাড়া শুধুমাত্র চোখের চিকিৎসায় প্রতিষ্ঠিত বিশেষায়িত হাসপাতালটিতে সাশ্রয়ী মূল্যে লেজার ও অপারেশনসহ সবধরনের চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। চোখের পরীক্ষা-নিরীক্ষায় ১০ শতাংশ ছাড় দেওয়া হয়।

চিকিৎসা নিচ্ছেন এক রোগী

উল্লেখ্য দিনব্যাপী চলা এ চিকিৎসা ক্যাম্পটিতে আরও উপস্থিত ছিলেন, মনপুরা স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ মো. বায়েজিদ, শিক্ষাবিদ গ্রুপের পরিচালক মো. শরিফুল আলম, উপ-ব্যবস্থাপক তারিক হোসেন, সহকারী ব্যবস্থাপক এমএইচ কাউছার শিশির প্রমুখ।