১৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৯
রাজাকার তালিকায় নাম থাকা নিয়ে যা বললেন প্রসিকিউটর টিপু
সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম থাকা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। ঘটনার উৎস খুঁজে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ট্রাইব্যুনালে নিজ চেম্বারে গণমাধ্যমকে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন গোলাম আরিফ টিপু।
তিনি বলেছেন, ‘দাবি একটাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যারা রাজাকার-আলবদরের তালিকায় যুক্ত করেছে, সেটা কীভাবে হলো, তার উৎস কারা, সেটা খুঁজে বের করতে হবে। এ বিষয়ে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’