২৪ নভেম্বর ২০১৯, ২২:২৫

ওভারব্রিজ ব্যবহার করলেই শীতের পিঠা দিচ্ছে ‘এক টাকার আহার’

  © ফেসবুক

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল কমাতে জনগণকে সচেতন করা ও নগরবাসীকে ট্রাফিক আইন মানায় উদ্বুদ্ধ করতে ফুটওভার ব্রিজ ব্যবহারকারীদের শীতের পিঠা দিয়ে শুভেচ্ছা বিমিনয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকার আহার’। রবিবার (২৪ নভেম্বর) রাজধানী ঢাকাসহ চট্টগ্রামের বেশ কয়েকটি ফুটওভার ব্রিজে এ কর্মসূচি চালিয়ে সংগঠনটি।

কর্মসূচী সম্পর্কে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, ‘‘আইনকে চ্যালেঞ্জ করা এই সমাজে বাহাদুরি, এবং সম্মান দেখানোটা যেন বোকার কাজ। আমরা সে বোকা মানুষদের অনুপ্রাণিত করতে চেয়েছি। কারণ তাঁরাই পারবে বঞ্চনামুক্ত সমাজ গড়তে, দেশে শান্তি আনতে।

আজ ঢাকা এবং চট্টগ্রামে বিভিন্ন স্পটে ট্রাফিক আইন মানা মানুষদের সাথে শীতের পিঠা শেয়ার করতে পেরে আমরা গর্বিত। কৃতজ্ঞতা বাংলাদেশ পুলিশকে, যারা সাহায্য করেছেন উদ্যোগটি কার্যকারিতায়।

আইনের ভুল ধরা এবং অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজের দায়িত্ব এড়ানোর মানসিকতা নির্বুদ্ধিতার লক্ষণ।’’

কর্মসূচীর বিষয়ে সংগঠনটির কর্মী সম্রাট জানান, সড়ক নিরাপদ করতে চাইলে সবাইকে সচেতন ও আন্তরিক হতে হবে। অথচ বেশিরভাগ পথচারী কাছেই ফুট ওভারব্রিজ থাকলেও সামান্য সময় বাঁচাতে ও কষ্ট এড়াতে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হন। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি।

পিঠা হাতে দারুণ খুশি েএক পথচারী। ছবি: ফেসবুক

‘এক টাকার আহার’ একটি স্বেচ্ছাসেবী সংগঠনটি। দীর্ঘদিন থেকে সংগঠনটি বেশ সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘এক টাকায় আহার’ প্রজেক্টকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছেন কর্তৃপক্ষ। অনুদানে উৎসাহী দাতাদের পেজের ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : https://www.facebook.com/1Tk.Meal