রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারায় কৃষক
চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় রাত জেগে পেঁয়াজের ক্ষেত পাহারা দিচ্ছেন শেরপুরের চাষিরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে জেলার শ্রীবরদী উপজেলার মোবারকপুরের চাষি মারফত আলীকে পেঁয়াজের ক্ষেত পাহারা দিতে দেখা যায়।
এবছর নিজের ৮০ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছেন মারফত আলী (৩৫)। তিনি বলেন, আমার জমির বেশিরভাগ পেঁয়াজ এখনও খাওয়ার যোগ্য হয়নি। চুরি হতে পারে তাই সন্ধ্যার পর থেকে সারা রাত পাহারা দিচ্ছি। পাইকাররা আমার ক্ষেতের অর্ধেক পেঁয়াজ ৯০ হাজার টাকা দাম করেছে। জীবনে এই প্রথম পেঁয়াজের এত দাম শুনলাম। একইভাবে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন তার ভাই শরাফত আলী, আব্দুল হামিদসহ অন্য কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন বলেন, চলতি মৌসুমে জেলার পাঁচটি উপজেলার ৬৯০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাহিদা থাকায় এবার পেঁয়াজ চাষিরা বেশ লাভবান হবেন।