পাপনের ক্যাসিনোতে যাওয়া নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী (ভিডিও)

  © সংগৃহীত

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনোতে খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলছেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের আচরণ নৈতিকতার অবক্ষয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনোতে খেলার একটি ভিডিও। বিষয়টি নিয়ে বিব্রত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। সরাসরি কোনো মন্তব্য না করলেও বিষয়টিকে প্রতিমন্ত্রী দেখছেন নৈতিকতার অবক্ষয় হিসেবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ক্যাসিনি একটি অপরাধ। যারা এ অপরাধ করছে তাদের আমরা শাস্তি দিচ্ছি। এখন অনেকের কথাই শুনেছি বাইরে এসব করতে। তবে আমি এখন দেখিনি, শুনেছি। তাই এসব নিয়ে কিছু বলতে পারছি না। তবে সবাইকেই শাস্তি পাওয়া উচিত।’

এদিকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার সময় কমাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির সঙ্গে কাজ করছে বলে জানা গেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বলেন, তার মত খেলোয়াড়ের শাস্তি হওয়া দেশের ক্ষতি হওয়া। তাকে শাস্তি দেয়ার পরেই আমরা বসেছি। আলোচনা করেছি কীভাবে তার শাস্তি কমানো যায়। আমরা চেষ্টা করছি আইসিসির কাছে আবেদন করে সাকিবের শাস্তি কমানোর।

দেশে ও দেশের বাইরেও এখন আলোচনায় সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব ফিরিয়ে দিলেও আইসিসিকে না জানানোর কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে অন্তত ১ বছর। যদিও আইসিসির আইনে আপিলের কোনো সুযোগ নেই। খবর: সময় টেলিভিশন।

তবে সাকিবকে দ্রুত মাঠে ফেরাতে সব ধরনের উদ্যোগ নিতে বিসিবিকে নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আর ব্যাটে-বলে দুঃসময় কাটিয়ে আসন্ন ভারত সিরিজে টাইগাররা ট্র্যাকে ফিরবে বলে প্রত্যাশা প্রতিমন্ত্রীর।

ভিডিও: ডিবিসি টেলিভিশন


সর্বশেষ সংবাদ