জামায়াত নেতা এ টি এম আজহারের মৃত্যুদণ্ড বহাল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ দণ্ড বহাল রাখেন।
মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যার অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন যুদ্ধাপরাধী আজহার।
আপিল শুনানি শেষ হয় গত ১০ জুলাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসা এটি দশম মামলা, যার চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে।
এরপর ২০১৭ সালের ১৩ অগাস্ট এক আদেশে আপিল বিভাগ আসামিপক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিলের নির্দেশ দেয়। পরে ওই বছর ১০ অক্টেবর আপিলের ওপর শুনানি শুরুর কথা থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে তা পিছিয়ে যায়।
এরপর গত ১৮ জুন সর্বোচ্চ আদালতে এ মামলার শুনানি শুরু হয়। যুক্তি উপস্থাপন শেষে ১০ জুলাই আপিল মামলাটি রায়ের পর্যায়ে আসে।