সাকিবের সাজা, যা বললো নতুন অধিনায়ক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ১২:৫৩ AM , আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ১২:৫৩ AM
ভারত সফরের ঠিক আগের দিন সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। বাংলাদেশ সেরা এ অলরাউন্ডারকে ছাড়াই বুধবার ভারত সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। যার টি-টোয়েন্টিতে নেতৃত্বে দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
সাকিব আল হাসান প্রসঙ্গে মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসে মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, 'তুমি এখনও আমাদের সকলের মধ্যে সেরা এবং এমনই থাকবে। আমাদের সমর্থন সব সময় তোমার সাথে আছে। মহান আল্লাহ তোমাকে শক্তি দান করুন। শক্তভাবে প্রত্যাবর্তন হোক!’
এক টুইট বার্তায় মুশফিকুর রহিম বলেছেন, সাকিবের সঙ্গে বয়সভিত্তিক এবং আন্তর্জাতিক মিলে ১৮ বছর ধরে খেলেছি। তাকে ছাড়া (ভারত সফরে) খেলতে যাওয়াটা দুঃখজনক। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আরও বলেন, আশা করি সাকিব দ্রুত ফিরে আসবে। দেশবাসী এবং আমার সমর্থন তার সঙ্গে সবসময় আছে।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’
প্রসঙ্গত, জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে ২ বছর নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
কিন্তু ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চাওয়ায় সাকিবের ওপর সন্তুষ্ট আইসিসি। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আইসিসির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার শর্তে সাকিবের শাস্তি এক বছর স্থগিত করেছে আইসিসি।