তিন দফায় সাকিব-জুয়াড়ির যা কথা হয়, হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ১২:২৬ AM , আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ১২:২৬ AM
২০১৭ সালে সাকিবের সঙ্গে প্রথম যোগাযোগ করে ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়াল। সেবার সাকিবের সঙ্গে দেখা করার অনুরোধও করেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে আরও কিছু ক্রিকেটারের ফোন নম্বর জানতে চান ওই জুয়াড়ি। হোয়াটসঅ্যাপ বার্তায় সাকিবকে প্রশ্ন করে আগরওয়াল বলেন, ‘আমরা কি কাজ করছি? নাকি আইপিএল পর্যন্ত অপেক্ষা করব?’ আরও একটি বার্তা পাঠান আগারওয়াল। তিনি সাকিবকে উদ্দেশ্য করে লেখেন, ‘ভাই, এই সিরিজে কোনো কিছু আছে?
সেই জুয়াড়ি বিভিন্ন সময় সাকিবের কাছ থেকে ভেতরের তথ্য জানতে চাইতেন। সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও জানতে চেয়েছিলেন সেই জুয়াড়ি। সাকিব তার সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন বলে উল্লেখ আছে আইসিসির প্রকাশিত পূর্ণাঙ্গ প্রতিবেদনে। পরে সেই লোককে ‘সন্দেহজনক’ মনে হওয়ায় কিছু হোয়াটসঅ্যাপ বার্তা মুছে দেওয়ার কথাও আইসিসির কাছে নিশ্চিত করেন সাকিব। কিন্তু তিন তিনবার প্রস্তাব পেলেও কখনোই আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের নিষিদ্ধাদেশ পেয়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার।
সাকিবের শাস্তির বিষয়ে মঙ্গলবার আইসিসির প্রকাশিত পূর্ণাঙ্গ প্রতিবেদনে জুয়াড়ি আগারওয়ালের সঙ্গে তার কথোপকথন নিয়ে যা আছে:
- চলতি বছরের ২৩ জানুয়ারি এবং ২৭ অগাস্ট বাংলাদেশে সাকিব আল হাসানের সাক্ষাৎকার নেয় আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট। তার বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে ক্রিকেটে দুর্নীতির সঙ্গে যুক্ত এমন একজন সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কেও বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে জানতে চান তারা। ওই সন্দেহভাজনের নাম দীপক আগারওয়াল।
- ২০১৭ সালের ৪ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন সাকিব।
- সেসময় সাকিব জানতে পারেন যে তার টেলিফোন নম্বর আগারওয়ালকে দেওয়া হয়েছে। তারই পরিচিত একজন ব্যক্তি আগারওয়ালকে নম্বর দিয়েছিলেন। ওই ব্যক্তিটির কাছে আগারওয়াল বিপিএলে খেলা ক্রিকেটারদের নম্বর চেয়েছিলেন।
- ২০১৭ সালের নভেম্বরের মাঝামাঝি আগারওয়ালের প্ররোচনায় হোয়াটসঅ্যাপে বেশকিছু মেসেজ আদান-প্রদান করেন সাকিব। সেখানে দেখা যায়, আগারওয়াল সাকিবের সঙ্গে দেখা করতে চেয়েছেন।
- ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হন সাকিব। সিরিজ চলাকালে হোয়াটসঅ্যাপে তার এবং আগারওয়ালের মধ্যে আরও কথাবার্তা হয়।
- ২০১৮ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ম্যাচে সেরা হওয়ায় সাকিবকে ওই দিনই হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা জানান আগারওয়াল। ওই মেসেজের পর আগারওয়াল আরেকটি মেসেজ বলেন, ‘আমরা কি এখানেই কাজ করব নাকি আমি আইপিএল পর্যন্ত অপেক্ষা করব’।
- এখানে ‘কাজ’ বলতে সাকিবের কাছ থেকে দলের ভেতরের তথ্য জানার কথা বোঝানো চেয়েছেন আগারওয়াল।
- আগারওয়ালের সঙ্গে এই যোগাযোগের কথা সাকিব আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট (আকু) অথবা অন্য কোনো দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষকে জানাননি।
- ২০১৮ সালের ২৩ জানুয়ারি আগারওয়াল আরেকবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাকিবের কাছ থেকে দলের ভেতরের তথ্য জানার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এই সিরিজে কি কিছু হতে পারে?’
- সাকিব নিশ্চিত করেছেন যে এই অনুরোধের মাধ্যমে আগারওয়াল সেসময়ের ত্রিদেশীয় সিরিজ সম্পর্কে ভেতরের তথ্য জানার চেষ্টা করেন।
- আগারওয়ালের সঙ্গে এই অনুরোধের বিষয়টি সাকিব আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট (আকু) অথবা অন্য কোনো দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষকে জানাননি।
- ২০১৮ সালের ২৬ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলেছিলেন সাকিব।
- ওই দিনই হোয়াটসঅ্যাপে একজন নির্দিষ্ট খেলোয়াড় খেলবেন কিনা তা জানতে চেয়ে আগারওয়াল সাকিবকে মেসেজ করেন। অর্থাৎ ফের ভেতরের তথ্য জানতে চান তিনি।
- এর পরেও সাকিবের কথা কথাবার্তা চালিয়ে যান আগারওয়াল। বিটকয়েন, ডলার অ্যাকাউন্ট ইত্যাদি বিষয়ে কথা বলেন আগারওয়াল এবং সাকিবের ডলার অ্যাকাউন্টের বিবরণ জানতে চান। এর পরই সাকিব বলেন যে তিনি ‘আগে’ আগারওয়ালের সঙ্গে দেখা করতে চান।
- ২০১৮ সালের ২৬ এপ্রিলের ওই কথোপকথনের সময়ে বেশ কিছু মেসেজ ডিলিট করা (মুছে দেওয়া) হয়েছিল। সাকিব নিশ্চিত করেছেন যে ডিলিট করা মেসেজগুলোতে তার কাছে ভেতরের তথ্য জানতে চেয়েছিলেন আগারওয়াল।
- সাকিব নিশ্চিত করেছেন যে আগারওয়ালকে নিয়ে তার শঙ্কা ছিল। তার মনে হয়েছিল যে সে ‘সন্দেহজনক’। আর ওই কথাবার্তার পরে তার মনে হতে শুরু হয়েছিল যে আগারওয়াল একজন বুকি (জুয়াড়ি) ছিল।
- ২০১৮ সালের ২৬ এপ্রিলের ওই যোগাযোগের বিষয়টি এবং আগারওয়ালের কাছ থেকে তিনি যে প্রস্তাব পেয়েছিলেন তা সাকিব আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট (আকু) অথবা অন্য কোনো দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষকে জানাননি।