জিপিএ-৫ এর পরিবর্তে ৪ করতে কাজ করছে মন্ত্রণালয়: শিক্ষামন্ত্রী
জেএসসি ও জেডিসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ ৫ এর পরিবর্তে ৪ করতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বছর জিপিএ-৫ ধরে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার সচিবালয়ের জেএসসি ও জেডিসি পরীক্ষায় উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জিপিএ-৪ করার বিষয়ে আলোচনা চলছে। আগামী বছর থেকে এ পদ্ধতি চালুর চেষ্টা চলছে। তবে এ বছর আগের নিয়মেই পরীক্ষা চলবে।
তিনি জানান, এ পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কোচিং বন্ধ রাখতে বলা হয়েছে। এসময় প্রশ্নফাঁসের গুজবের ফাঁদে পা না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহবান জানান মন্ত্রী।
ডা. দীপু মনি জানান, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় রেকর্ড সংখ্যক ২৬ লাখ ৬১ হাজার ৬৮২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত দশ বছরে এ সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে।
চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা দুই লাখ ১৮ হাজার ২৯২জন বেশি। পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫জন ছাত্র এবং ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী রয়েছেন। ছাত্র ও ছাত্রীর অনুপাত ৪৫.৯০:৫৪.১০ জন।