২৫ অক্টোবর ২০১৯, ১০:২৯

কোচিং বন্ধ রাখতে সদস্যদের নির্দেশ দিয়েছে অ্যাসেব

সরকারি নির্দেশমতো আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখতে সদস্যদের অনুরোধ জানিয়েছে এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এ্যাসেব)। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যকে চিঠি দিয়ে বিষয়টি অবগত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, অ্যাসেবের কোনো সদস্য প্রশ্ন ফাঁসের মতো অনৈতিক কাজের সাথে কখনো যুক্ত হতে পারে না। যেহেতু সরকারের পক্ষ থেকে নির্দেশনা এসেছে তাই সকল কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।  এরপরও যদি কোনো প্রতিষ্ঠান অনৈতিক কাজে জড়িত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহাবুব আরেফিন দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, সারাদেশে অ্যাসেবের এক হাজারের মত সদস্য রয়েছে। তাদের প্রত্যেককে চিঠি দিয়ে বিষয়টি অবগত করা হয়েছে। এরপরও যদি কোনো কোচিং সরকারি নির্দেশনা উপেক্ষা করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।