বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলেন যারা

রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস বিভাগে বাগডুম ডটকমের প্রধান নির্বাহী মিরাজুল হক, ইয়োডার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালমান প্রমুখ।

এবারে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেল—

১.বিজনেস সার্ভিসেস ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড

২.বিজনেস সার্ভিসেস আইসিটি সার্ভিস সল্যুশনসে হেলোটাস্ক লিমিটেড

৩.বিজনেস সার্ভিসেস মার্কেটিং সল্যুশনসে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড

৪.বিজনেস সার্ভিসেস প্রফেশনাল সার্ভিসেসে অ্যান্ট বিজনেস নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড

৫.কনজ্যুমার ব্যাংকিং, ইনস্যুরেন্স, ফিন্যান্সে লংকাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড

৬.কনজ্যুমার ডিজিটাল মার্কেটিংয়ে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড

৭.কনজ্যুমার মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টে কনটেন্ট ম্যাটার্স লিমিটেড

৮.কনজ্যুমার রিটেইল অ্যান্ড ডিস্ট্রিবিউশনে এটুআই, আইসিটি বিভাগ

৯.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস কমিউনিটি সার্ভিসেসে শাটল

১০.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস এডুকেশনে ইয়োডা

১১.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস হেলথ অ্যান্ড ওয়েলবিঙ্গয়ে এটিআই লিমিটেড

১২.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস ইনডিজিনিয়াস সার্ভিসেসে ব্যাবিলন রিসোর্স লিমিটেড

১৩.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস রিজিওনাল অ্যান্ড রিমোট সার্ভিসেসে এখনি ডট কম লিমিটেড (বাগডুম ডটকম)

১৪.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস সাস্টেইলিবিটি অ্যান্ড এনভায়রনমেন্টে যুগ্ম জেনে ইনফোসিস লিমিটেড

১৫.ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস সাস্টেইলিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট যুগ্ম স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন প্রকল্প, আইসিটি বিভাগ

১৬.ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্রিকালচার সূর্যমুখী লিমিটেড

১৭.ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং প্রাইডসিস আইটি লিমিটেড

১৮.ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাইচেইন লজিস্টি সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)

১৯.ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্ট ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড

২০.পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট ডিজিটাল গভর্নমেন্ট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

২১.পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিস প্যারালা·লজিক ইনফোটেক

২২.স্টুডেন্ট সিনিয়র ক্যাটাগরিতে আইডিইবি আইওটি এবং রোবটিক·গবেষণা ল্যাব

২৩.স্টুডেন্ট টারশিয়ারি ক্যাটাগরিতে এইচএমসফট

২৪.টেকনোলজির এআইপিএমে¯পায়ার লিমিটেড

২৫.টেকনোলজি বিগ ডেটায় ক্র্যামস্ট্যাক লিমিটেড

২৬.টেকনোলজি ইন্টারনেট অব থিংস বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড

২৭.ক্রস ক্যাটাগরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে পাইন সলিউশনস লিমিটেড

২৮.ক্রস ক্যাটাগরি স্টার্টআপ এআরকম

২৯.ক্রস ক্যাটাগরি স্টার্টআপ যুগ্ম সিগমাইন্ড

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস বিজয়ীরা অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত হলেন। এ বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আগামী ১৮-২৩ নভেম্বর ভিয়েতনামের হা লং বেতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ৮০ সদস্যের প্রতিনিধিদল অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ অংশ নিচ্ছে।

বেসিসের উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সৌজন্যে তৃতীয়বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ১ হাজার ১৭৫টি প্রকল্প জমা পড়েছিল। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের তৃতীয় আসরে এবারে ৩৫টি ক্যাটাগরিতে ৬৯টি প্রতিষ্ঠান/প্রকল্পকে সম্মানিত করার পাশাপাশি ৩৭ জন বিচারক, আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।


সর্বশেষ সংবাদ