২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৪

কাঁটাতারের বেড়ায় ঘেরা হবে রোহিঙ্গা ক্যাম্প

  © ফাইল ফটো

রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে শিগগিরই কাঁটাতারের বেড়া দেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে জানতে তার সঙ্গে সচিবালয়ে দেখা করেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি রোহিঙ্গারা সমাবেশ করেছিল তাদের রাইটের কথা..., আমরা মনে করি তারা যথার্থভাবেই জানিয়েছে। আমরা সেটা নেগেটিভভাবে চিন্তা করছি কিনা সেটাও জিজ্ঞাসা করা হয়েছিল। আমরা বলেছি, না। আমরা নেগেটিভ চিন্তা করবো কেনো?

তিনি আরো বলেন, কাঁটাতারের বিষয়ে তারা (ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূত) জিজ্ঞাসা করেছে, আমরা হঠাৎ করে এটা দিচ্ছি কেনো? আমরা বলেছি, এটার সমাধান দ্রুত হবে এমন বিশ্বাস আমরা পাচ্ছি না। সেজন্যই আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্যই এই ব্যবস্থা।