মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে: মোজাম্মেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৬ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৬ PM
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই মাসের মধ্যে তা অনুমোদন দেয়া হবে। তাছাড়া আগামী জুলাই মাস থেকে সব সুযোগ-সুবিধা পাবেন তারা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা যাওয়ার সময় আখাউড়া চেকপোস্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার ভূমিকা বলে শেষ করা যাবে না। সেদিন তারা আমাদের বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি। আর খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন।