০২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৩

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

  © ফাইল ফটো

সম্প্রতি ভারতের আসামে এনআরসি জারি করাকে কেন্দ্র করে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নীলফামারী থেকে পঞ্চগড় পর্যন্ত ১৫১ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

বিজিবির ৫৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান খান বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি প্রকাশ করা হয় যাতে ১৯ লক্ষ মানুষ ভারতের নাগরিক নন বলে উল্লেখ করা হয়। এরপরই আসামের অর্থমন্ত্রী এদের বাংলাদশে ফেরত পাঠানো হবে বলে মন্তব্য করেন।