২৯ আগস্ট ২০১৯, ২১:০৭

ডেঙ্গু আক্রান্ত পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি। তিনি পাকিস্তানের লাহোরের হাসপাতালে ভর্তি রয়েছেন। পাকিস্তানের এ তারকা পেসার বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে রয়েছেন। এমনটি জানিয়েছে পাকিস্তানের স্পোর্টসভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান ডটকম।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে পাকিস্তানের লাহোরে চলমান জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে অংশ নিতে পারছেন না তারকা এ পেসার।

১৯ বছর বয়সী খাইবারের এই পেস বোলার সদ্য সমাপ্ত বিশ্বকাপে তার নৈপুণ্য দিয়ে বিশেষভাবে আলোচিত হয়েছিলেন।

বিশ্বকাপে পাকিস্তানের শুরুর দিককার ম্যাচগুলোতে তিনি সুযোগ পাননি একাদশে। উচ্চতা, গতি, সুইং মিলিয়ে পাকিস্তানের বোলিং লাইন আপে বড় সংযোজন ছিলেন শাহীন আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সুযোগ পান। সেই ম্যাচে নেন ২ উইকেট। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেট নিলেও পরের ম্যাচগুলোতে তাক লাগিয়ে দেন ক্রিকেট বিশ্বকে।

পাকিস্তান তখনো সেমিফাইনালের লড়াইয়ে অনেক পিছিয়ে ছিল। দলকে সেমিফাইনালে ওঠাতে না পারলেও আশা শেষ পর্যন্ত টিকিয়ে রাখেন আফ্রিদিই।