কোচ রাসেল ডমিঙ্গো দেশে আসছে আজ
বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত দায়িত্ব নিতে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে দেশে আসছেন টাইগারদের নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার আগে সকালে ঢাকায় আসবেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকায় আসবেন বলে জানা গেছে। বিশ্বকাপের পরপরই ইংলিশ কোচ স্টিভ রোডসকে বিদায় দেয়ার পর থেকেই কোচ খুঁজছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তালিকায় অনেক হাইপ্রোফাইল কোচ থাকলেও রাসেল ডমিঙ্গোকে পছন্দ করেছে বোর্ড। দুই বছরের চুক্তিতে হেড কোচের ভূমিকায় থাকবেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই কোচ। ত্রিদেশীয় টুর্নামেন্ট সামনে রেখে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প।
সব কিছু ঠিক থাকলে বুধবার ক্যাম্পে বাংলাদেশ অধ্যায়ের অভিষেক হবে রাসেল ডমিঙ্গোর। তার আগে মাশরাফী, মোস্তাফিজ, রুবলেদের পেস বোলিং গুরু ল্যাঙ্গাভেল্ট সকাল সোয়া ১০টায় ঢাকায় আসার কথা রয়েছে। তিনিও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। তার সাথেও বোর্ডের চুক্তি দুই বছরের।