১৮ আগস্ট ২০১৯, ১৫:০৩

সড়কে ঝরে গেল সাতটি তাজা প্রাণ

  © সংগৃহীত

মহাসড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। রোববার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারার জামতলি এলাকায়। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই জন শিশু।

নিহতরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার পশ্চিম জোড্ডা ঘোড়া ময়দান গ্রামের মৃত হাজী জব্বার আলীর ছেলে ব্যবসায়ী জসিমউদ্দিন (৪৫), তার মা সকিনা বেগম (৮০), স্ত্রী শিরিন আক্তার (৩৫), ছেলে শিপন (১৮), হৃদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩) ও অটোরিকশাচালক জামালউদ্দিন (৩৫)।

জানা গেছে, ঢাকাগামী তিশা নামক বাসটি ওই এলাকায় পৌঁছে লাকসামগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ২ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।