০৯ আগস্ট ২০১৯, ২০:৫২
ডেঙ্গু নিধনে নতুন ওষুধ ছিটানো হবে কাল
ডেঙ্গু মশা নিধনে নিয়ে আসা নতুন ওষুধ আগামীকাল থেকে ছিটানো শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ধোলাইখাল পশুরহাট পরিদর্শন ও হাটে মশা নিধনে বিশেষ কর্মসূচি উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, বিমানযোগে যে ওষুধ আনা হয়েছে, সেগুলো আগামীকালের মধ্যে ব্যবহার শুরু হবে। দুই-তিনদিনের মধ্যে বাকি ওষুধও চলে আসবে। আমরা দুই রকমের ওষুধ দিবো। একটা বাড়ি ভিতরে দিবো, অন্যটা বাড়ির বাহিরে দেবো।
তিনি আরো বলেন, নির্দিষ্ট স্থানে কোরবানি করুন। আশা করি, কোরবানির প্রথমদিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।