শিক্ষামন্ত্রীর স্বামীকে ভারত নেওয়া হচ্ছে

  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজকে উন্নত চিকিৎসার জন্য রোববার (১১ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের মুম্বাইয়ে নেওয়া হচ্ছে। ডা. দীপু মনিও সঙ্গে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর পিএস ড. আব্দুল আলীম খান।

ড. আব্দুল আলীম খান বলেন, আগামী রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়া হবে। আমরা প্রস্তুত ছিলাম। শুক্রবার বা পরদিন নেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে ঝড় বৃষ্টি হবে। এয়ার বাম্পিং যাতে না হয় সে কারণে তাকে রবিবার সকালে নেওয়া হবে। কয়টায় নেওয়া হবে তা নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার ওপর।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ জুলাই রাতে ড. তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর তার ব্রেন স্ট্রোক করে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।


সর্বশেষ সংবাদ