ডেঙ্গু নিয়ে স্ট্যাটাস, ১৬ ঘণ্টা পর মারা গেলেন ডাক্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০৯:২৮ PM , আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ১০:০৪ PM
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর গ্রীনরোডে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে থাকা ইলেক্ট্রিক তার পেঁচিয়ে এক ডাক্তারের মৃত্যু হয়েছে। ওই ডাক্তারের নাম ডা.পলাশ দে। পলাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ২০১১-১২ সেশনের শিক্ষার্থী।
বৃহস্পতিবার সন্ধ্যার পর গ্রীনরোডে কারেন্টের তার পেঁচিয়ে গুরুতর আহত হন পলাশ। তাকে উদ্ধার করে ক্রিসেন্ট গ্যাস্টোলিভার হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
ডেঙ্গু জ্বরের প্রকোপ কমাতে আগামী কয়েকদিন বৃষ্টি না দেবার জন্য মৃত্যুর ১৬ ঘণ্টা আগে ডা. পলাশ তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। নিচে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
এই ছুটির কয়টা দিন বৃষ্টি দিওনা করুণাময়। তাহলে ঈদের পর মহামারী হয়ে যেতে পারে। হসপিটালগুলো ভর্তি একদম। এই পরিষ্কার অমৃত সদৃশ জল মৃত্যু ডেকে আনতে পারে বহু মানুষের।