আমেরিকা-সিঙ্গাপুরও ডেঙ্গু থেকে রেহাই পায়নি: স্বাস্থ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০৮:০৫ PM , আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৮:০৫ PM
আমেরিকা বা সিঙ্গাপুরের মতো আধুনিক দেশও ডেঙ্গু থেকে রেহাই পায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীতে দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ ও সচেতনতায় করণীয়’ শিরোনামে এক গোলটেবিল আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
গোলটেবিল আলোচনয়া স্বস্থ্যমন্ত্রী বলেন, ফিলিপাইনে ৬শ’ জনেরও বেশি মানুষ ডেঙ্গুতে মারা যাওয়ায় দেশটির সরকার মহামারি ঘোষণা করেছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশেও প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ায় বাসা-বাড়ির আশপাশে স্বচ্ছ পানি জমে থাকে। ওই পানিগুলো দুই-তিন দিন আটকে থাকলেই সেখানে এডিস মশা জন্ম নেয়ার সুযোগ পায়।
এদিকে ডেঙ্গু সংক্রান্ত সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে বলেছেন জাহিদ মালেক। তিনি বলেন, রোগীর সংখ্যা ও মৃতের সংখ্যা লুকানোর কিছু নেই। তবে সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে বলার মতো কিছু নেই। এমন কোনও সংখ্যা বলবেন না যেন আতঙ্কিত হয়ে হাসপাতালগুলোতে রোগীর লম্বা লাইন লেগে যায়। ব্যঙ্গ করলে চলবে না, দেখতে হবে কতটুকু সেবা দিলাম, কতগুলো হাসপাতালে ভিজিটে গেলাম।
দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএসএমএমইউর মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আব্দুল্লাহসহ আরও অনেকে।