০৭ আগস্ট ২০১৯, ২১:১০
ভারতের ওষুধেই মরেছে সব মশা
মশা নিধনে ভারত থেকে আনা দুটি নতুন ওষুধে ৯০ শতাংশের উপরে মশা মারা পড়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মাঠ পর্যায়ের পরীক্ষা শেষে সরকারি এ সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ৮০ শতাংশ মারা গেলেই সেটাকে আমরা কার্যকর বলে ধরে নেই। এখানে আমরা দেখছি একটা শতভাগ এবং একটা ৯৯ শতাংশের বেশি। এটাকে এখন আশানুরূপ বলা যায়।
তিনি আরও বলেন, এখন এই ওষুধ ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে সন্তোষজনক ফলাফল আসলে মেয়রের অনুমোদনক্রমে আমরা তা ক্রয় করব।