নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু দুজনের

  © টিডিসি ফটো

নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মোশাররফ হোসেন রাজু (৩০)। তিনি রেলওয়ে কর্মকর্তা। শুক্রবার (২ আগস্ট) সকালে নোয়াখালীর মাইজদীতে প্রাইম প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোশাররফ হোসেন রাজু নোয়াখালী সদর উপজেলার ২ নং দাদপুর ইউনিয়নের নলুয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত মোশাররফ হোসেন রাজু কুমিল্লা রেলওয়েতে চাকরি করতেন। কয়েকদিন ধরে তিনি জ্বর জ্বর বোধ করলে শুক্রবার সকালে নোয়াখালী প্রাইম প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। এর কিছুক্ষণ পর চিকিৎসধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে আরেকজন বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের হারুনের ছেলে আবদুল মোতালেব (২০)।

মোতালেবের পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব ঢাকার চকবাজারে একটি ব্যাগের কারখানায় কাজ করতো। তিনদিন আগে জ্বরে আক্রান্ত হলে তার বাবা তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। পরে তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, সকালে মাইজদীর প্রাইম প্রাইভেট হাসপাতালে মোশারফ হোসেন রাজু নামের রেলওয়েতে চাকরি করা একজন মারা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বিকেলে ঘটনাটি জানিয়েছে। আরেক জনের মৃত্যুর খবর তার জানা নেই। তবে তিনি এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।


সর্বশেষ সংবাদ