এবার ডেঙ্গুজ্বরে উপসচিবের স্ত্রীর মৃত্যু
এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফারজানা (৪৩) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক্স ইউনিটের উপপরিচালক (উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী।
সোমবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ বছর ঢামেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আটজনে দাঁড়াল। মৃত ফারজানা রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এছাড়া গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত ৫৯৩ জন ডেঙ্গু রোগী ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান ডা. নাসির উদ্দিন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে আটজন মারা গেছেন, যার মধ্যে ছয়জনই নারী। তারা হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও গাজীপুরের রিতা (২৮)।
ঢামেক সূত্রে জানা গেছে, এ বছরের জুলাই মাস পর্যন্ত ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে মোট ২ হাজার ১১ জন; যার মধ্যে শুধু জুলাইয়ে ১ হাজার ৮৫৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া এ বছরের জানুয়ারিতে তিনজন, মার্চে চারজন, এপ্রিলে তিনজন, মে মাসে ৮ জন, জুনে ১৩৫ ভর্তি হন। তবে জুলাইয়ের ২৮ দিনে একলাফে এ সংখ্যা ১ হাজার ৮৫৮ জনে গিয়ে দাঁড়িয়েছে।