ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, অনলাইনে ভোগান্তি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আশুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে স্টেশনের পাশাপাশি অনলাইন ও অ্যাপসের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে।
জানা গেছে, আগের ঈদুল ফিতরের মতো এবারও কমলাপুরসহ রাজধানীর পাঁচ স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৯টা থেকে বিক্রি শুরু হয়েছে। এছাড়া অনলাইনে ও অ্যাপসের মাধ্যমে সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হচ্ছে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হচ্ছে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট এবং রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট।
এদিকে অনলাইন ও অ্যাপসের মাধ্যমে এবারও টিকিট কাটতে ভোগান্তিতে পড়ার অভিযোগ করেছেন অনেকে। শফিকুল ইসলাম নামে একজন বলেন, সকাল ৬টার দিকে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে কয়েকবার চেষ্টা করেন তিনি। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি।
এবার স্টেশনে অর্ধেক এবং অনলাইন ও অ্যাপসের মাধ্যমে বাকি অর্ধেক টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে।