ঢাকা সেনানিবাসে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা হয়।
এর আগে সকাল পৌনে আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।
জাতীয় পার্টির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা ১টা ৫০ মিনিটে এরশাদের প্রথম জানাজা হয়। প্রথম জানাজায় এরশাদের ছোট ভাই এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ছেলে শাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও এরশাদের প্রথম জানাজায় অংশ নেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, হাবিবুর রহমান, এসএম ফয়সল চিশতী, আজম খান, মাসুদ পারভেজ সোহেল রানা, আবদুস সবুর আসুদ, এটিউ তাজ রহমান, মেজর (অব) খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু, মিজানুর রহমান, রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়াসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এরশাদের জানাজায় অংশ নেন।
জাতীয় পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, এরশাদের মরদেহ এখন সিএমএইচের হিমঘরে রাখা হবে।
কাল সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিরোধী দলীয় নেতার দ্বিতীয় জানাজা হবে। নেতা-কর্মীসহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানের মরদেহ বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাখা হবে।
কাল বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজার পর এরশাদের মরদেহ আবার সিএমএইচের হিমঘরে রাখা হবে।
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানিয়েছেন, কাল এরশাদের মরদেহ তাঁর নির্বাচনী এলাকা রংপুরে নিয়ে যাওয়ার ভাবনা থাকলেও ‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ সম্ভব হচ্ছে না। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সাবেক এই রাষ্ট্রপতির মরদেহ মঙ্গলবার সকালে রংপুরে নেওয়া হবে।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেসসচিব সুনীল শুভ রায় জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা শহরের ঈদগাহ মাঠে এরশাদের চতুর্থ জানাজা হবে।
ওই দিনই হেলিকপ্টারে করে ঢাকার আনা হবে এরশাদের মরদেহ। এদিন বাদ জোহর সেনা কবরস্থানে দাফন করা হবে এরশাদকে।
জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন, বুধবার বাদ আছর গুলশানের আযাদ মসজিদে এরশাদের কুলখানি অনুষ্ঠিত হবে।