স্বাধীনতা রক্ষায় তরুণ প্রজন্ম সজাগ থাকবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আত্মত্যাগে অর্জিত মহান স্বাধীনতা রক্ষায় তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে, বিএসবি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের স্বদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলেও জানান আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষে দেশ এখন ডিজিটাল, বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। তবে ডিজিটাইলাইজেশনের খারাপ দিক এড়িয়ে চলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। তিনি জানান, আজকের শিক্ষার্থীকে আগামীর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার শপথেই কাজ করে যাচ্ছে বিএসবি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশন। অনুষ্ঠানের শুরু এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলো ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি।