রিফাত হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি
বরগুনা উন্নয়ন ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসিতে বরগুনায় রিফাত শরীফের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টার দিকে বরগুনা উন্নয়ন ফোরামের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজসেবক ও বরগুনা উন্নয়ন ফোরামের সভাপতি মো. মুহিববুল্লাহ শাহীন। বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এবং বিশিষ্ট সমাজ উন্নয়নকর্মী ও কলাপাড়া উপজেলা ফোরামের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান থাকায় এ ধরনের হত্যাকাণ্ড বারবার সংগঠিত হচ্ছে। রিফাত শরীফ হত্যাকাণ্ডের চারদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল আসামি নয়ন ও সহযোগী রিফাত ফরাজীসহ অন্য আসামিরা গ্রেফতার না হওয়া দুঃখজনক।
বক্তারা আরো বলেন, মানুষের মানবতা দিন দিন এমন পর্যায়ে পৌঁছেছে যে দুর্বৃত্তরা প্রকাশ্যে মানুষ হত্যার মতো অপরাধ করার সাহস পাচ্ছে। এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততার সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার চরম সংকটের মধ্যে পড়বে বলেও মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধন খেকে রিফাত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির জন্য জোর দাবী জানানো হয়েছে।