শাহিনকে ভ্যানচালক দেখতে চায় না কোটা আন্দোলনকারীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১২:১৩ PM , আপডেট: ৩০ জুন ২০১৯, ১২:১৩ PM
সাতক্ষীরার পাটকেলঘাটায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত কিশোর শাহীনের পাশে দাড়িয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা নানাভাবে শাহীনকে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া তাকে যেন আর ভ্যান চালাতে না হয় সে ব্যাপারেও প্রচেষ্টা চালাচ্ছেন তারা।
এ ব্যাপারে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম ্আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি লিখেছেন, ‘শাহিনকে আর ভ্যানচালক হিসেবে দেখতে চাই না। তার পরিবারের সাথে কথা বলে তাকে স্কুলে পাঠানোর ব্যাপারে পাশে থাকবে ছাত্র অধিকার পরিষদ।’
এর আগের অপর এক স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘#শাহীনের পাশে আছে ছাত্র অধিকার পরিষদ। গত রাতে (শনিবার) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে শাহিনের ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছে।
বরাবরের মত মানবতার ডাকে সাড়া দিয়ে গভীররাতে সেখানে ছুটে গিয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং তার পরিবারকে কথা দিয়েছে, যেকোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি।
#আমরা চাই না শাহীন আর ভ্যান চালিয়ে জীবনযাপন করুন।
#তার স্কুলে পড়াশোনা করার ব্যাপারে ও সুন্দর জীবন গঠনে পাশে থাকবে ছাত্র অধিকার পরিষদ।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন গুরুতর আহত শাহীনের মাথায় ইতিমধ্যে অস্ত্রোপচার করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে সে। হামলার শিকার হওয়ার পর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, শুক্রবার সাতক্ষীরায় ছিনতাইকারীরা রিকশাচালক শাহীনের রিকশা ছিনতাই করার সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে।