২৭ জুন ২০১৯, ২০:০৮

পারিবারিক কবরস্থানে রিফাতের দাফন

  © সংগৃহীত

বরগুনায় স্ত্রীর সামনে সন্ত্রাসী হামলায় নিহত রিফাত শরীফের জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নিজ বাড়িতে জানাজা হয়। জানাজায় আত্মীয়-স্বজনসহ নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রিফাতের মরদেহের ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে পৌঁছায়। এসময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। তার মরদেহ দেখে শুধু আত্মীয়-স্বজন নয় এলাকাবাসীও চোখের পানি ধরে রাখতে পারেনি।

বুধবার সকালে বরগুনা সরকারি কলেজ রোড়ে সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। পরে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে। এরইমধ্যে দু’জনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।