২৫ জুন ২০১৯, ২১:৪৬

‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক হচ্ছে সরকারি চাকরিতে

  © ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। যা দ্রুতই কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আগামীকাল বুধবার আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তারাও যদি এই দোষে দোষী হন, মাদকাসক্ত হন, তাহলেও আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চাকরিতে ঢোকার সময় অবশ্যই ডোপ টেস্ট দিয়ে আসতে হবে।