নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
- কাজী ইমন, নড়াইল
- প্রকাশ: ২৪ জুন ২০১৯, ০৪:৩৭ PM , আপডেট: ২৪ জুন ২০১৯, ০৪:৩৭ PM
নড়াইলকে অন্ধত্ব মুক্ত করতে মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত হয়েছে। রোববার শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. আবুল কালাম আজাদ ও ডা. সেলিনা আক্তার প্রায় সাড়ে ৩’শ রোগীর চোখ পরীক্ষা করেন। এর মধ্য থেকে জটিল ছানিপড়া ৪০ জন রোগী বাছাই করে তাদের বিনা খরচে অপারেশন, লেন্স, চশমাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক এবং এমপি মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও মাগুরার বদরউদ্দিন-হিঙ্গুলজান স্মৃতি কল্যাণ পাঠাগারের যৌথ উদ্যোগে, দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়।