১৩ জুন ২০১৯, ১৩:১৫

শিক্ষার্থীরা বাংলাও ভালোভাবে আয়ত্ত করতে পারছে না: শিক্ষামন্ত্রী

  © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এখন কোয়ালিটি এডুকেশনের (মানসম্মত শিক্ষা) কথা বলা হচ্ছে। কোন ধরণের কোয়ালিটি সেটা আমাদের ঠিক করতে হবে। শিক্ষার যে উদ্দেশ্য সেটা আমরা পূরণ করতে পারছি না। ইংরেজি ভাষা দূরে থাক বাংলাটাই আমাদের শিক্ষার্থীরা ভালোভাবে আয়ত্ত করতে পারছে না। আমাদের এমন একটা শিক্ষা দিতে হবে যাতে বাংলা এবং ইংরেজি ভাষা তারা আয়ত্ত করতে পারবে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেসিপ-এর উদ্যোগে ‘মাধ্যমিক পর্যায়ে শিখন-শেখানো কার্যক্রমে ই-লার্নিংয়ের ব্যবহার’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এতে যেগুলো প্রয়োজন তা তারা শিখতে পারবে। তাদের দক্ষতার দিকেও নজর দিতে হবে। এটির অভাবে ভালো কর্মসংস্থানের ‍সুযোগ তৈরি হচ্ছে না। আমাদের কনটেন্ট ডেভেলপ করতে হবে। এক্ষেত্রে এটা সুষম হবে কি না সেটাও চিন্তা করতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্বের ধনী দেশগুলোকে অনুসরণ করে আমরা গর্তে পড়তে রাজি না। এটা এমনভাবে করতে হবে যাতে উদ্দেশ্য সফল এবং টেকসই হয়।’

ভালো প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করতে বাবা-মায়ের প্রতিযোগিতার সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের দেশের বাবা-মায়েরা পাগল হয়ে যায়। তাদের সন্তানকে নটরডমসহ আরও নানা শিক্ষা প্রতিষ্ঠান আছে- সেখানে ভর্তি করতে হবে। ওইসব প্রতিষ্ঠানের যেসব শিক্ষকদের কাছে পড়বার জন্য কিংবা তাদের কোচিংয়ে পড়বার জন্য অনেকে পাগল হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘তাদের কাজটা কি আমরা দেশের প্রতিটা শিক্ষার্থীর কাছে পৌছে দিতে পারি না? বিনামূল্যে সেটি করা সম্ভব। এ দায়িত্বটুকু সরকার নিতে পারে। আমাদের সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। এতে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে পৌছাতে পারব।’

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ড. মো: মাহমুদু-উল-হক প্রমুখ উপস্থিত ছিলেন।