৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থককে জরিমানা

প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুন অর রশিদের (ধানের শীষ) মার্কার এক সমর্থককে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮ টা থেকে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্ জানান, ২৯ জানুয়ারি রাত ৮ টার পর ভোটের গাড়ীর মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা করায় এবং এর মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৭ (খ) লংঘন করায় বিধি ২৭ অনুসারে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থক মো: ফিরোজ নামে এক ব্যক্তিকে কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া উপস্থিত অন্যান্য ব্যক্তিদের ভবিষ্যৎ এ এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।‌