আরও আড়াই লাখ টন ধান কিনবে সরকার
কৃষকের জন্য সুখবর দিয়েছেন খাদ্যমন্ত্রী। ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের কাছ থেকে আরও আড়াই লাখ টন বোরো ধান কেনার কথা জানিয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আমরা কৃষকের কাছ থেকে আরও আড়াই লাখ টন ধান কিনব। প্রয়োজনে সংগ্রহের পরিমাণ আরও বাড়বে।
এর আগে দেড় লাখ টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছিল জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে।
সম্প্রতি ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষক তার পাকা ধানে আগুন লাগিয়ে দেয়। ধানক্ষেতে আগুন দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। এর পর সরকারের পক্ষ থেকে নেয়া হয় বিভিন্ন উদ্যোগ। এরই অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আরও আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার।