১১ জুন ২০১৯, ১৪:৩৫

ওসি মোয়াজ্জেমকে ধরা নিয়ে ইঁদুর-বিড়াল খেলা হচ্ছে: ব্যারিস্টার সুমন

  © টিডিসি ফটো

নুসরাত জাহান রাফির জবানবন্দি রেকর্ড মামলায় অভিযুক্ত ওসি মোয়াজ্জেমকে ধরা নিয়ে ইঁদুর-বিড়াল খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার দুপুরের আদালত পাড়ায় নুসরাত হত্যা মামলার সার্বিক বিষয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নুসরাত জাহানের জবানবন্দি রেকর্ড করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের জবানবন্দি রেকর্ড করে সেটা ছড়িয়ে দিয়েছেন ইন্টারনেটে। পরে ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে আদালতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ব্যারিস্টার সুমন জানায়, গত মাসের মাসের ২৭ তারিখে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনা যায়নি। তিনি জানান, নুসরাত হত্যা মামলার অন্যান্য আসামীরা আইনের আওতায় আসলেও অসি মোয়াজ্জেম এখনো পুলিশের সদস্য। তিনি ধরা-ছোঁয়ার বাহিরে।

তিনি আরো বলেন, মোয়াজ্জেমের আজকে হাইকোর্টে আগাম জামিন নেওয়ার কথা ছিল। কিন্তু ওসি সাহেব আজকেও আসেননি। এটা নিয়ে পুরো জাতির সাথে ইঁদুর-বিড়াল খেলা শুরু হয়েছে মনে হয়।

সুমন জানান, আগামী ১৬ তারিখে রেগুলার কোর্ট শুরু হবে। ১৬ তারিখের ভিতরে ওসি সাহেব যদি সারেন্ডারের না করেন অথবা আইনের আওতায় না আসেন, তাকে যদি ধরা না হয়- তাহলে আমি নিজেই হাইকোর্টে একটি রিট দায়ের করতে যাচ্ছি। যেটা ওসি মোয়াজ্জেমকে আইনের আওতার নিয়ে আসতে সহযোগী হবে।

তবে এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পালিয়ে গেলে ধরা তো কঠিন। সময় লাগে। তবে সরকার এ ব্যাপারে সিরিয়াস। কোনো শৈথিল্য দেখানো হবে না। ওসি মোয়াজ্জেম জেনে গেলেন, তাঁর হাতে সময় আছে। সময়ে কত–কী না হয়। কত ফাঁসির আসামি সময়ের মওকায় বিদেশে অবমুক্ত হয়ে যায়।