মাদকবিরোধী প্রচারণায় সাইকেলে খুলনা থেকে ভারত যাত্রায় দুই তরুণ
‘সাইকেল চালান, শব্দ ও পরিবেশ দূষণ কমান, গাছ লাগান, মাদককে না বলুন’ এ স্লোগান নিয়ে খুলনা থেকে ভারতের উদ্দেশ্যে সাইকেলে প্রচারণা অভিযান শুরু করেছেন বাংলাদেশের দুই যুবক শেখ শরিফুল ইসলাম হিরণ ও গাজী বাহারুল ইসলাম।
গতকাল সোমবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তারা। গন্তব্য ভারতের কোলকাতার রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়। হিরণ ও বাহারুল গতকাল সোমবার যশোর এপেক্স ক্লাবে রাত যাপন করেন। মঙ্গলবার তারা যশোর থেকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন।
এর আগে ২০১৪ সালে শেখ শরিফুল ইসলাম হিরণ ও গাজী বাহারুল ইসলাম ‘ঠোট কাটা তালু কাটা’ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ করেন। বিষয়টি সে সময় সারাদেশে সাড়া জাগিয়েছিল। এছাড়াও ২০১৮ সালে এপেক্স বাংলাদেশের হয়ে খুলনার খানজাহান আলী (র.) সেতু থেকে ভারতের হাওড়া ব্রিজ পর্যন্ত সাইকেল চালিয়ে প্রচারণা করেন তারা।
এ বিষয়ে সাইক্লিস্ট শেখ শরিফুল ইসলাম হিরণ ও গাজী বাহারুল ইসলাম বলেন, আমরা শুধু ভ্রমণ পিয়াসী নই। বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিই আমাদের লক্ষ্য। নিয়মিত সাইকেল চালালে শরীর সচল থাকে, অনেকাংশে রোগমুক্ত থাকা যায়, দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ভার কমানো যায়, সর্বোপরি পরিবেশ দূষণের কোন সম্ভাবনাই নেই। সাইকেল চালালে মাদক থেকে দূরে থাকা যায়।
অপরদিকে মাদক বর্তমান সমায়ে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সাইকেল চালালে পরিবেশের কোন ক্ষতি হয় না, শব্দ দূষণেরও কোন সম্ভাবনা নেই। হাইড্রলিক হর্ন ও শব্দ দূষণের ফলে আমাদের মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি শব্দ দূষণের কবলে রয়েছে সারাদেশ। বর্তমানে শব্দ দূষণ একটি মারাত্মক পরিবেশগত সমস্যা হিসেবে পরিগণিত হচ্ছে। বিশেষ করে শব্দ দূষণের কারণে নতুন প্রজন্ম মানসিক ও শারীরিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংশ্লিষ্ট সাইক্লিস্টরা জানান, আমরা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ভারতের কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাইকেলে প্রচারণার মধ্য দিয়ে পরিবেশ ও শব্দ দূষণ রক্ষা এবং যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে মাদককে না বলুন, বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে চলেছি।