সুবিধাবঞ্চিতদের নিয়ে ভিবিডির ‘রাঙ্গা হাতে ঈদ উৎসব’
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুন ২০১৯, ০৬:১৫ PM , আপডেট: ০৪ জুন ২০১৯, ০৭:২৬ PM
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ময়মনসিংহ জেলা ‘রাঙ্গা হাতে ঈদ উৎসব’ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার ময়মনসিংহ জেলা শহরের রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।
ময়মনসিংহে বস্তিতে বসবাসকারী এবং স্টেশনের আশেপাশের এসব সুবিধাবঞ্চিত প্রায় ৭০জন শিশুর অংশগ্রহণে প্রোগ্রামটি শিশুদের মুখে হাসি ফুটাতে আয়োজন করা হয়। পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ভলান্টিয়াররা এসব শিশুদের হাত মেহেদীর আল্পনায় রাঙ্গিয়ে দেন। এছাড়াও শিশুদেরকে চুড়ি, ক্লিপ, টুপি, আতরসহ বিভিন্ন পণ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়।
প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত লিডার নাবিলা হক অন্তি এবং অমিত সরকার বলেন, সুবিধাবঞ্চিত এসব শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বৈরি আবহাওয়া সত্ত্বেও ভলান্টিয়ারদের প্রাণবন্ত অংশগ্রহণে আমরা সফলভাবে প্রোগ্রামটি আয়োজন করতে পেরেছি।
তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের ছাড়াও আমাদের সংগঠন বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। সংগঠনের এমন মানবিক কার্যক্রম এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে সারাদেশের বিভিন্ন জেলায় এই প্রোগ্রামটি আয়োজন করা হচ্ছে। প্রোগ্রামটিতে বিনামূল্যে মেহেদী প্রদান করে সহযোগিতা করছে এলিট কসমেটিকস।