০৩ জুন ২০১৯, ২১:১৫

ব্যারিস্টার সুমনের ফেসবুক লাইভে কমলাপুর রেললাইনের ঘাস পরিষ্কার

ফেসবুক লাইভে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।  © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফেসবুক লাইভের পর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়ে ওঠা ঘাস কেটে পরিচ্ছন্ন করা হয়েছে।

গত বৃহস্পতিবার স্ত্রী-সন্তানকে ট্রেনে তুলে দিতে এসে রেল লাইনের ওপর বেড়ে ওঠা ঘাস নজরে পরে তার। এরপর নিজের ফেসবুক পেজে লাইভে ঐসব ঘাস কেটে পরিচ্ছন্ন করার নির্দেশ দিতে রেলমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। ফেসবুক লাইভে সুমন বলেন, ‘আপনি (মন্ত্রী) একটু বলে দিলেই ঘাসগুলো কেটে দেবে। রেল স্টেশনের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এক হাত লম্বা ঘাস নিয়েই মন্ত্রণালয় রেল চালাচ্ছেন। ট্রেনের সিডিউল নিয়ে কোনো প্রশ্ন নেই আমার। খুব বেশি সময় হেরফের হচ্ছে না। ১০ থেকে ১৫ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাচ্ছে। আন্ডারগ্রাইন্ড রেল দিয়ে পৃথিবীর কত রাষ্ট্র উন্নত হয়েছে। ব্রিটিশরা ট্রেন দিয়ে পুরো দেশ শাসন করে। ট্রেন দিয়ে।’

ছবি : রেলমন্ত্রীর নির্দেশে বেড়ে ওঠা ঘাস কাটার পর কমলাপুর রেলওয়ে স্টেশন।

লাইভে আসার পরদিনই ওইসব ঘাস কেটে পরিষ্কার করলে ওইদিনই রেলপথ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছবিসহ তার কৃতজ্ঞতা জানিয়ে স্ট্যাটাস পেজে একটি স্ট্যাটাস দেন ব্যারিস্টার সুমন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ধন্যবাদ মাননীয় রেলমন্ত্রীকে। আমার ফেসবুক লাইভ আমলে নিয়ে কমলাপুর রেল স্টেশনের সৌন্দর্য বর্ধনে ঘাস কাটা শুরু করার জন্য। সব স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাই।’