সুবিধা বঞ্চিত সাড়ে ৬ শতাধিক শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতীকী
প্রতীকী

ঈদ উপলক্ষে রংপুরে দু’টি সেচ্ছাসেবী সংগঠন স্পৃহা ও ফিরেদেখার উদ্যোগে সাড়ে প্রায় ৬ শতাধিক ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে সেচ্ছাসেবী সংগঠন স্পৃহার প্রজেক্ট ‘নতুন জামা-২০১৯’ সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব উপলক্ষে আগত ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব প্রধান অতিথি থেকে এ ঈদ উপহার নতুন পোষাক বিতরণ করে। এ সময় স্পৃহার সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, সেলামি, নাগরদোলায় চড়ানো এবং ইফতার সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পৃহার উপদেষ্টা এ্যাড. মেরাজুল ইসলাম লিটন, এনামুল হাফিজ বাচ্চু, শাহীনুর ইবনে হোসেন, নুর সোলায়মান, ফরহাদ হোসেন, আব্দুল খালেক, জিয়াউর রহমান, সমন্বয়কারী মিজবাহ সাকিন ও রাফিউল বাপ্পি।

এদিকে রংপুর টাউন হলে সকাল ১১টায় রংপুরের গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা, রংপুর মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত দেড়শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঈদের নতুন পোশাক বিতরণ করেছে রংপুরের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠন ফিরেদেখা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব। উপস্থিত ছিলেন ফিরেদেখা উপদেষ্টা লেখক রেজাউল করিম মুকুল, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, লোকগবেষক আনওয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, ফিরেদেখা সভাপতি এমাদউদ্দিন আহমেদ, কবি এএসএম হাবিবুর রহমান, সুনীল সরকার, মামুন উর রশিদ, ডা. সমর্পিতা তানিয়া, নাহিদা আফরোজ লিজা, কবি সওদা খানম মিনু, হাবীবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফিরেদেখা সম্পাদক মাসুদ রানা সাকিল।

উল্লেখ্য সংগঠনটি ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নতুন জামা বিতরণ ছাড়াও সাহিত্য-সাংস্কৃতিক কর্মসূচিসহ প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও বিভিন্ন সামাজিক কর্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া, ফিরেদেখার উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের আসন্ন ঈদ-২০১৯ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ