বৃষ্টি নামবে ঈদের দিন
আগামী দুই একদিনের মধ্যেই বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যার মাধ্যমে আগামীকাল থেকে সারাদেশে গরম কবে যাবে। দেশের অনেক যায়গায় থেমে থেমে মাঝারি আকারের বৃষ্টি শুরু হবে। এছাড়া বৃষ্টির এ ধারাবাহিকতা ঈদের দিনেও থাকার সম্ভবনা রয়েছে। শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের আগের দিন ও ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রী বেশি তাপমাত্রা বিরাজ করছে। তবে এ তাপমাত্রা বৃদ্ধি আগামীকালে পর থেকে কমে আসতে শুরু হবে।
তবে ঈদের সময় গরম কিছুটা কমে আসলেও ঘনঘন বৃষ্টি হবে সারাদেশ জুড়ে।
আবহাওয়া অফিস আরো বলছে ঢাকা, মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারিআকারে তাপপ্রবাহ। এ অবস্থা আরো দুইদিন থাকতে পারে বলেও জানিয়ে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, জুনের ৪, ৫ ও ৬ তারিখ পর্যন্ত আমাদের দেশে বজ্রপাত তৈরির সম্ভাবনা বেশী থাকবে। এ সময় গুলোতে দেশ জুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতে পরিমাণ বেড়ে যাবে।
তিনি জানান, বর্তমানে যে তাপমাত্রা বিরাজ করছে এটা সাময়িকের জন্য তুলনামূলকভাবে কমে যাবে। জনমনে স্বস্তি নেমে আসবে।
প্রসঙ্গত, এবার মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেরি হওয়ায় পুরোপুরি বর্ষা আসতে সময় লাগবে এক থেকে দেড় সপ্তাহ বেশী।