ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কী খবর?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মে ২০১৯, ০৫:০৪ PM , আপডেট: ০৬ জুন ২০১৯, ০৯:২০ AM
ঈদের বাকি এখনো পাঁচদিন। তবে শুরু হয়ে গেছে ঈদে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা। বৃহস্পতিবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। বিভিন্ন কাউন্টারগুলোতে দেখা গেছে গাড়ির অপেক্ষায় থাকা যাত্রীদের উপচে পড়া ভিড়।
যাত্রীদের চাপ থাকলেও এবার যাত্রা পথেই ঈদের আনন্দ পেতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষগুলো। ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহনের চাপ থাকলেও এ মহাসড়কে কোনো যানজট না থাকায় যাত্রীদের মাঝে ঈদের অনুভূতি শুরু হয়েছে রাস্তাতেই।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ককে চার লেনে উন্নতি করায় এবং জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ককে পাঁচটি সেক্টরে ভাগ করে দায়িত্ব পালন করার ফলে যাত্রীদের দুর্ভোগ নেই বললেই চলে।
জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ মোট ২৬টি জেলার অন্তত ৯০টি সড়কের যানবাহন চলাচল করে। এ মহাসড়ক দিয়ে যান চলাচল নির্বিঘ্ন করতে ২০১৩ সালে দুই লেনের এ মহাসড়কটি চার লেনে উন্নতকরণ প্রকল্প হাতে নেয় সরকার। ২০১৬ সালে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। প্রকল্পটি ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে দুটি সার্ভিস লেন, ২৯টি নতুন ব্রিজ, চারটি ফ্লাইওভার ও ১৪টি আন্ডারপাস সংযুক্ত হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি এখনও চলমান রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে মহাসড়কে যানজট না থাকলেও মহাসড়কের কিছু এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। শুক্রবার ঈদের প্রথম ছুটি হওয়ায় বৃহস্পতিবার থেকে এ সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। ফলে মধ্যরাতে এ মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কিছুটা যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।