ডোনারদের দৃষ্টি আকর্ষণে মালিবাগে হামলা

  © সংগৃহীত

গত রোববার (২৬ মে) রাতে রাজধানীর মালিবাগ মোড়ে পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। অর্থদাতাদের (ডোনার) দৃষ্টি আকর্ষণ করতে এমন হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। এমনটা জানিয়েছেন সিআইডির অতিরিক্ত আইজিপি ও প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শফিকুল ইসলাম বলেন, হামলাকারীরা অর্থদাতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই হামলা চালায়। এসব হামলা করে অর্থদাতাদের দেখানোর চেষ্টা করেছে যে, তাদের কার্যক্রম সচল রয়েছে। তখন তারা ডোনারদের কাছে এই হামলার কথা বলে আরও বেশি টাকা আদায় করার চেষ্টা করবে। এ ছাড়া হয়তো আরও বড় হামলার প্রতিশ্রুতি দিয়ে অর্থদাতাদের কাছ থেকে টাকা আনার চেষ্টা করবে হামলাকারীরা।

হামলার আরেকটি কারণ হিসেবে তিনি বলেন, হামলাকারীরা চায় পুলিশ সদস্যরা যেন ভয় পায়। পুলিশের সদস্যদের মানসিকভাবে ভেঙে দিতে এবং তাদের মনোবল দুর্বল করে দিতেই এ হামলা চালিয়েছে তারা।

উল্লেখ্য, মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নারী পুলিশ সদস্যসহ মোট তিনজন আহত হন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনার দায় স্বীকার করেছে।


সর্বশেষ সংবাদ